চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: প্রবাসীর অধিকার,আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ,আমাদের সবার এই ¯েøাগাানকে সামনে রেখে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে চারঘাট বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান,পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সারদা ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত আরিফুল হোসেনসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন স্তরের সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরিফ হোসেন বলেন, প্রশিক্ষণ মাধ্যমে সঠিক তথ্য জেনে বৈধভাবে বিদেশ গমন করার প্রতি আহবান জানান তিনি।