সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

সুপারম্যানকে নিয়ে ফিরছে ডিসি ইউনিভার্স

  • আপডেট এর সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক : শেষের দিকে ২০২৪ সাল। বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের চোখ এখন নতুন বছরের দিকে। বিশেষ করে হলিউডপ্রেমীদের। নতুন বছরে আসছে বেশ কিছু ধামাকার সিনেমা। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও একের পর এক ঘোষণা দিয়ে চলছে। তবে যতগুলো নাম নিয়ে ভক্তদের আগ্রহের পারদ তুঙ্গে, সে তালিকায় প্রথম দিকেই রয়েছে ‘সুপারম্যান’।

চিরচেনা সুপারম্যানকে নিয়ে বক্স অফিসে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে ডিসি ইউনিভার্স। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জেমস গান পরিচালিত সিনেমাটির ট্রেলার। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। ট্রেলারে দেখা যায়, বরফে ঢাকা স্থানে সুপারম্যান এসে পড়েন এবং ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’ তাকে পুনর্জীবিত করে। ধারণা করা হচ্ছে, ক্রিপ্টো দর্শকের প্রিয় চরিত্র হয়ে উঠবে। ২ মিনিটের ট্রেলারে নতুন লোইস লেন হিসেবে র‌্যাচেল ব্রসনাহান ও খলনায়ক লেক্স লুথর চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে দেখা গেছে। ২০২২ সালে গান ও প্রযোজক পিটার সাফরান স্টুডিওর দায়িত্ব নেন। সে জন্য সুপারম্যানকে ডিসির স্টুডিওর জন্য বিশেষ সিনেমা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ২০২৩ সালে তার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা তুলে ধরার পর গানের এ মুভি সামনে এলো; যা মূলত ‘সুপারম্যান : লিগ্যাসি’ নামে পরিচিত। সিনেমাটি মূলত ‘চ্যাপ্টার ওয়ান : গডস অ্যান্ড মনস্টারস’ নামে একটি সিরিজের প্রথম পর্ব বলে বিবেচিত হবে। সে সিরিজে সুপারগার্ল, ক্লেফেস ও সোয়াম্প থিংয়ের ওপর ভিত্তি করেও কয়েকটি সিনেমা অন্তর্ভুক্ত থাকবে। এর আগে হেনরি ক্যাভিল ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ ও এর স্পিন-অফ সিনেমাগুলোয় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। তবে গান ও স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। অভিনেতা ডেভিড কোরেন্সওয়েটও চরিত্রটিকে নিজের করে নিয়েছেন। ডিসি স্টুডিওর সাম্প্রতিক সিনেমাগুলো বড় সাফল্য আনতে পারেনি। ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ও ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমাগুলো উত্তর আমেরিকার বক্স অফিসে প্রত্যাশিত আয় করতে ব্যর্থ হয়েছে। তবে সুপারম্যান সাফল্যের সম্ভাবনা রাখে।

জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমা সুপারহিরোর কল্পনাপ্রধান জগৎকে বাস্তবের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে। গান জানিয়েছেন, সিনেমাটিতে ব্যাপক অ্যাকশন থাকবে। সব মিলিয়ে এটি ডিসির ফিরে আসার জন্য একটা সুযোগ তৈরি করবে। সিনেমাটি অস্ট্রেলিয়ায় আগামী ১০ জুলাই এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আগামী ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ