মোঃ নাঈম হোসাইন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক আবু হানিফ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন ইন্না-লিল্লাহ—–রাজিউন।
আবু হানিফ দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মো.আমজেদ আলী মৃধার দ্বিতীয় ছেলে। মা,বাবা, ২ভাই, ২বোন, স্ত্রী, ১ছেলে ও ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন তিনি। মৃত্যু কালে তার বয়স ছিল ৪৫ বছর। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।পারিবারিক সূত্র,শুক্রবার গতকাল রাত, সারে ১২ টার দিকে পটুয়াখালী থেকে বরিশাল যাবার পথে নিজ বহনকারী মোটরসাইকেলে ঝালকাঠি জেলার নলছিটি জিরো পয়েন্ট এলাকায় কাঠভর্তি ট্রাকের সাথে ধাক্কালেগে গুরুত্বর আহত হলে স্থানীয়রা বরিশাল (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পরে শনিবার সকাল ৯ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম ও বেলা ১১টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় এবং বিকাল ৩টায় নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।তার মৃত্যুতে দশমিনা প্রেসক্লাব,ক্রীড়া, সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।