কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও বর্ণাঢ্য রেলী বের করা হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কৌসিক আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, কলাপাড়া উপক‚লীয় বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হক, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন, বিডিক্লিন এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শহরের গুরুত্বপূর্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।