সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

১৯৭ রান করেও হারের যে ব্যাখা দিলেন বিজয়

  • আপডেট এর সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত হয়েছে

খেলা ডেস্ক:  আগে ব্যাটিং করে ১৯৭ রান, ডিফেন্ড করতে নেমে ৬১ রানে বরিশালের ৫ উইকেট তুলে নেওয়া। এমন শুরুর পরও শেষ পর্যন্তে হেরেছে দুর্দান্ত রাজশাহী। এমন হারের জন্য বোলারদের পরিকল্পনা কাজে না লাগাতে পারাকে দায়ী করেন অধিনায়ক এনামুল হক বিজয়।

 

ম্যাচ শেষে বিজয় বলেন, ‘আসলে ২০০ প্লাস ছিল (উইকেট) বলবো না…ওদের ব্যাটিং দেখেও আমরা মনে করছি এটা ২০০ প্লাস উইকেট ছিলো না, আমাদের আর্লিং ব্যাটিং দেখেও মনে হয়নি। কিন্তু যখন একটা ব্যাটার উইকেটে থাকে সময় নেয়, তার কাছে আরও সহজ হয় প্লান করতে, এক্সিকিউশন করতে… যেটা ওদের বলতে গেলে রিয়াদ ভাই করেছে, ফাহিম আশরাফ করেছে। আসলে খেলাটা কিন্তু ওদের জন্য এত ইজি ছিলো না যে আমরা ২ ওভার বাকি থাকতে হারতে হবে। মোমেন্টামটা কিন্তু আমাদের দিকে ১০, ১২, ১৩, ১৪ ওভার পর্যন্তও।

এরপর এটা শিফট হইছে। আমার কাছে মনে হয় ব্যাপারটা আসলে ভালো ব্যাটিং করা, বোলিংয়ে এক্সিকিউশন করা, এগুলো ম্যাটার করে। এ কারণেই আসলে ওরা জিতেছে। ওরা যে বলগুলো পেয়েছে পারফেক্টলি বাউন্ডারি নেওয়ার চেষ্টা করেছে। আমাদের আসলে এক্সিকিউশন ভালোমতো হয়নাই। এ কারণে মনে হচ্ছে উইকেট ভালো ছিলো। এমন নয় যে তারা খুব ভালো বলে বাউন্ডারি মেরেছে, আমরা কিন্তু বাউন্ডারির বল দিয়ে দিয়েছি। এ কারণেই এমন হয়েছে।’

 

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি খেলা মোমেন্টার খেলা। যে কোনো সময় যে কোনো টিম নিয়ে নিতে পারে শিফট হতেই পারে। ব্যাপারটা খেলোয়াড়দের মধ্যে… ভেরি ইয়াং সাইড ভেরি এমন না যে অনেক এক্সপ্রেরিয়েন্স কিন্তু তারা খুবই প্রতিভাভান। এমন না যে তারা বডি ছেড়ে দিয়েছে বা রিল্যাক্স হয়ে গেছে বাট এটা সত্য যে আমাদের কাছে বোলিংয়ে অনেক অপশন ছিল তাও কিন্তু না! আসলে একটা অধিনায়কের কাছে যখন অপশন থাকে আপনি যদি বরিশালের দিকে তাকান তাদের হাঁতে কিন্তু বোলিংয়ের অপশন কিন্তু অনেক।

 

তারপরও কিন্তু আমরা ১৯০-৯৫ (১৯৭) করতে পেরেছি। যেখানে আমাদের কিন্তু বোলিংয়ে লিমিটেশন আছে। সবাই দেখেছেন। তো সেই জায়গা থেকে আমরা অলরেডী একটা বিদেশি কম নিয়েও খেলেছি। এক্টা অলরাউন্ডার থাকতেই পারতো। আমার মনে হয় বোলিংয়ে অভিজ্ঞতার ঘাটতি আছে যদি তাসকিনকে বাদ দিয়ে ধরি। সে অসাধারণ বোলিং করেছে। ওর সঙ্গে কোনো একটা বোলার যদি ভালো এক্সিকিউশন করতে পারতো ভালো ৪টা ওভার যদি শেষ করতে পারতো আমার মনে হয় ম্যাচটা আমাদের কাছে থাকতো।’

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ