বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সাগর পাড়ের কলাপাড়ায় বইছে হিমেল বাতাস,নিম্নআয়ের মানুষ পড়েছে ভোগান্তিতে

  • আপডেট এর সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সাগর পাড়ের কলাপাড়ায় বইছে হিমেল বাতাস। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে ঘন কুয়াশা। সারা দিনেও দেখা মেলেনি সূর্যের। হেডলাইটের আলো জ্বালিয়ে চলছে যানবহন। হাড় কাঁপানো তীব্র শীতে কাঁপছে উপক‚লবাসীর জনজীবন। কনকনে শীতে খেটে-খাওয়া দিনমজুর, গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছেন বিপাকে। শীতবস্ত্রের অভাবে নিম্নআয়ের মানুষ পড়েছে ভোগান্তিতে। প্রচন্ড শীতে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা।

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে জয়নাল জানান,প্রচন্ড শীত ও ঠান্ডা বাতাসের কারণে সাগরের মধ্যে টিকে থাকা যায়না। অভাবের সংসার দিন আনি দিন খাই আনেক কষ্টে আছি।

অটোভ্যান চালক আ.জব্বার বলেন, ঠান্ডার কারণে হাত-পায়ের রগ জড়ো হয়ে যায়। হাত দিয়ে হ্যান্ডেলও ধরতে পারেন না। অটো চালানোই কঠিন হয়ে পড়ছে। টানাটানির সংসারে বাধ্য হয়ে অটোভ্যান নিয়ে কাজের জন্য বের হয়েছি।

মালেক নামে এক দিনমজুর জানান, ঠান্ডার কারণে তারা কাজে যেতে পারছেন না। ফলে অতি কষ্টে দিন পাড় করছেন।

খেপুপাড়া আবহাওয়া অফিস সিনিয়র পর্যবেক্ষক মো.জিল্লুর রহমান বলেন, শুক্রবার বিকেল ৩ টা প্রযন্ত সর্বনিম্ন ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরোও ৩দিন চলতে পারে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ