সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন খালে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার। ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন রংপুর ডিআইজি। ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিনা বেতনের সান্ধ্যকালীন পাঠকেন্দ্র চালু।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

আশুলিয়ায় হামলা,ভাংচুর ও নারীদেরকে শ্লীলতাহানির অভিযোগ

  • আপডেট এর সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত হয়েছে

(আবদুল্লাহ আল মনির) সাভার উপজেলা প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় শাখা সড়ক ঘেঁষে ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডাতায় একজনকে ধারালো ছুরিঘাত করাসহ ৩ নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমানের ছোট ভাই’র বিরুদ্ধে।

শুক্রবার( ৩ রা জানুয়ারি ২০২৫)  দুপুরে ভুক্তভোগীর পরিবার গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানান। এরআগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গোরাট এলাকার ডেবোনেয়ার গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় ৩ নারীসহ এক বৃদ্ধকে মারধর করেছেন তারা।

আহতরা হলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন গোরাট এলাকার সাইদুল ইসলাম ও তার মেয়ে ফাতেমা আক্তার, নাসিমা বেগম, মিনু বেগম। অভিযুক্তরা হলেন জহুরুল, শাহাদুল, রাজিব, শাকিল, রাসেল, মাঠঠু ও আসাদুল। তারা একই গ্রামের বাসিন্দা।

আহত সাইদুলের স্ত্রী সাহিদা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বাসার সামনে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিল্লুর মাস্টারের ছোট ভাই জহুরুল এর নেতৃত্বে রাজিব, শাকিল, রাসেল, মাঠঠু, শাহাদুল ও  আসাদুল সহ ১৪-১৫ জন নিজেদের মধ্যে বিবাদ হয়। এই বিবাদকে কেন্দ্র করে তারা দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ আমার বাসায় ঢুকে ভাংচুর চালাতে থাকে। তখন আমি ঘর থেকে বের হয়ে বাধা দিতে গেলে জহুরুল আমার গলা ধরে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ফেলে দেয়। এসময় আমার স্বামী বাধা দিলে তার গলা চেপে ধরে রাখে। এরপরে আমার বাড়ীর সকলকে জিম্মি করে রাখে। এসময়ে তারা আমার বাসার আসবাবপত্র ও দুইটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে আমার বাড়ীর লোকজন দরজা-জানালা ভেতর থেকে লাগিয়ে দেয়। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে দরজা-জানালা ভাংচুর করতে থাকে এবং বাসার নারীদের জামা-কাপড় টেনে ছিড়ে ফেলে। এঘটনায় আমার ছেলে সজিবের বন্ধু আশিক বাধা দিলে, তার অফিসও ভাংচুর করে। তারা আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় আশুলিয়ায় থানায় অভিযোগ দিয়েছি এবং আমি এই হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

এব্যাপারে অভিযুক্ত জহুরুলের বড় ভাই স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর মাস্টার বলেন, এঘটনা সম্পর্কে আমি কিছুই জানতাম না। তবে মুঠোফোনের মাধ্যমে জানতে পারি ফুটপাতের চাঁদা তুলায় বাঁধা দিলে আমার ছোট ভাই জহুরুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছেন আসিক ও সজিব। পরে আমি আশুলিয়া থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মদনচন্দ্র সাহা বলেন, এ ঘটনায় থানায় আহত সাইদুলের স্ত্রী সাহিদা বেগম অভিযোগ করেছেন। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ