সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

তালতলীতে ব্যাংকের ভিতরে প্রবাসী নারীর টাকা ছিনতাই

  • আপডেট এর সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক: বরগুনার তালতলী অগ্রণী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করার পর ব্যাংকের ভিতরে বসেই সালমা আক্তার নামে এক সৌদি প্রবাসী নারীর টাকা ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী ঐ নারী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার বাছির পহলানের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সালমা আক্তার তালতলী উপজেলা শহরের হাইস্কুল সড়কের অগ্রণী ব্যাংক শাখা থেকে রোববার  (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক ব্যক্তি তার টাকাগুলো খুচরা করার কথা বলে। টাকা খুচরা করতে রাজি না হওয়ায় হঠাৎ ঐ ব্যক্তি সালমার হাত থেকে জোড় পূর্বক টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে যায়। এ সময় ঐ টাকা থেকে ২৪ হাজার টাকা পরে থাকে।
এ বিষয় ভুক্তভোগী সালমা আক্তার বলেন, আমি টাকা উত্তোলন করার পরই ওই অপরিচিত ব্যক্তি টাকা খুচরা করার কথা বলে। এতে আমি রাজি না হওয়ায় পরে আমার হাত থেকে জোড় পূর্বক টাকা ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায়।  এ সময় কিছু টাকা পরে থাকে। আমি সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি। পরে থাকা টাকাগুলো উঠিয়ে গুনে দেখি এখানে ২৪ হাজার রয়েছে।
এ বিষয় অগ্রণী ব্যাংকের তালতলী শাখার ম্যানেজার মো. আল-আমিন বলেন, সালমা আক্তার ব্যাংকে ৫০ হাজার টাকার চেক দিয়ে টাকা উত্তোলন করে ব্যাংকের কেচিগেটের বাহিরে চলে গেছে। এ ঘটনার সাথে ব্যাংক কর্তৃপক্ষের কোন সম্পৃক্ততা নেই। ব্যাংকে সিসি ক্যামেরা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গতকাল থেকে আমাদের সিসি ক্যামেরা নষ্ট  রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ