মধুখালী প্রতিনিধি: আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আয়োজনে অদ্য ৬ জানুয়ারি ২০২৫ তারিখে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্ত:সম্র্পক বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়াছিন কবির ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ’ মানবপাচার ও জলবায়ু পরিবর্তন আন্ত:সম্র্পক বিষয়ে এখন পযন্র্Í কোথাও সঠিক তথ্য-উপাত্ত নাই। তাই এই কর্মশালা শেষে আমরা এই বিষয়ে আন্ত:সম্র্পকের জায়গাটি আমরা স্পষ্ট হতে পারলাম। আমরা আমাদের এই জ্ঞান স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে এর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে কাজ করবো”।
কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচার বিষয়ে তধ্য-উপাত্তসহ পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশন উপস্থাপন ও আলোচনা করা হয়। কর্মশালাটিতে অংশগ্রহণ করেন ফরিদপুর জেলা সমাজ সেবার উপ পরিচালক এএসএম মো: আলী আহসান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান সহকারি পরিচালক ষষ্ঠী পদ রায়, ডা. সঞ্জীব কুমার বিশ্বাস প্রাণীসম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এর সহকারি পরিচালক (শস্য) মো: রইচ উদ্দিন সহ জেলা পর্যায়ের সাতটি সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের মোট ১৯ জন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল এর বিপেমস অগ্রযাত্রা প্রকল্পের প্রোগ্রাম লিড জাকিয়া নাজনিন, মো: আব্দুল গাফফার সিনিয়র ম্যানেজার মনিটরিং, নুশরাত ইসলাম খান কমিউনিকেশন বিশেষজ্ঞ, আহনাফ সাদিক রিজিওনাল কো-অর্ডিনেটর, শ্রিপা গোস্বামী ব্লাস্ট কো- অর্ডিনেটর, টিএমএসএস এর সহকারি পরিচালক সামিহা ইয়াচিন প্রকল্প ব্যবস্থাপক মো. তুহিন ইসলাম সহ টিমের অন্যান্য সদস্যবৃন্দ।