মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে শিবচরে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০ জননেতা নাছির উদ্দীন চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত ২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫ লাখ টাকার মোবাইল জব্দ সমাজ ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

পণ্যের প্রাইস ট্যাগে লিখা ১৯৯ টাকা, কিন্তু কেনো?”

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি: রিফাত রায়হান শিক্ষার্থী, ফাইন্যান্স বিভাগ  রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আমরা অনেক সময় কোনো শপিংমলে বা সুপার শপে বা শো-রুমে কিছু কিনতে গেলে সেই জিনিস টার প্রাইস ট্যাগে ১৯৯ টাকা, ৯৯৯ টাকা বা ২৯৯ টাকা ইত্যাদি এমন ধরনের দাম দেখতে পাই।
এটাকে Odd pricing বলে। কখনও কি মনে প্রশ্ন জেগেছে যে কেনো ২০০, ১০০০ এর পরিবর্তে এমন প্রাইসিং ব্যবহার করা হয়? ১ টাকার পার্থক্যে কি এমন এসে যায়?
তবে চলুন জেনে নেওয়া যাক।

•Left Digit effect
আমরা সাধারণত বই পড়ি বা লিখি বাম থেকে ডানে। তাই যখন প্রাইস ট্যাগ দেখি তখন বাম দিকের সংখ্যার দিকে আমাদের মনোযোগ বেশি যায়। এবং সেটা Anchoring effect হিসেবে কাজ করে। মানে ঐ সংখ্যার ওপর বেইসড করেই বেশির ভাগ সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি।
যেমন: ১৯৯ টাকা এবং ২০০ টাকা
১ তো ২ এর থেকে ছোট। মানে ঐ ১০০ এর মতোই খরচ হচ্ছে।
পুরো ২০০ হলে কিনতাম না!!

•Perceived savings
একটা শার্ট কিনলাম দাম ১৯৯ টাকা দিয়ে, সম্পূর্ণ ২০০ টাকা তো আর লাগলো না। একটু হলেও তো টাকা বাঁচলো!

•Charm Number or Fluent number
Even(জোড়) নাম্বার গুলো থেকে Odd (বিজোড়) নাম্বার গুলো ক্রেতার purchasing behaviour এ বিশ্বাসযোগ্য বা পরিচিত হিসেবে পরিলক্ষিত হয়। এরফলে আমরা অনেক সময় সেই পণ্য টা কিনে ফেলি।
মূলত এই বিশ্বাসযোগ্যতা ডেভেলপ করে biasness of number থেকে। যেটি তৈরি হয় নাম্বারের সাথে আমাদের পরিচয় দিয়ে। যেমন: সপ্তাহে ৭ দিন, ২৫ ডিসেম্বর বড় দিন, ৯ হচ্ছে সব থেকে বড় সংখ্যা ইত্যাদির মধ্য দিয়ে আমরা এসব সংখ্যাকে বেশি পরিচিত এবং মনের অজান্তে অনেক সময় বিশ্বাসযোগ্য হিসাবে ভেবে থাকি!

তবে এই প্রাইসিং কাজ করে যে পণ্যগুলো সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন কম থাকে সেগুলোর প্রাইসিং এর ক্ষেত্রে।
যেমন: জমির দামে কিন্তু সাধারণত কেউ এই প্রাইসিং ব্যবহার করে না। কারণ জমি কিনার আগে আমরা যথেষ্ট তথ্য সংগ্রহ করি সেই জমি সম্পর্কে।
সুতরাং বিক্রেতার কাছে benefit of unknown product অপশন টা থাকে না!

 

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ