কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট ভার্সন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পাখিমারা স্পোটিং ক্লাব বনাম শহীদ জিয়া স্মৃতি সংসদ এ দুটি দলের অংশগ্রহনে শহীদ জিয়া স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহিদ মাতুব্বর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফজলুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাদল মাতুব্বর, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জেন্ট মোঃ শামসুল হক (অবঃ), সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল আলম। সঞ্চালনা করেন প্রভাষক ইভান মাতুব্বর।