সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন খালে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

চারঘাটে আওয়ামীলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট এর সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পঠিত হয়েছে

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা:

রাজশাহীর চারঘাটে তোজাম্মেল হক নামের আওয়ামীলীগের এক নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত তোজাম্মেল হক উপজেলার পিরোজপুর গ্রামের মৃত-আজাহার আলী প্রামানিকের ছেলে। সে উপজেলার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের এছেরের বটতলা নামক স্থানে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে সে ঢাকার পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আফজাল হোসেন জানান, পিরোজপুর গ্রামের জনৈক রুস্তম আলী নামের এক ব্যাক্তির সঙ্গে একই এলাকার মামুনুর রশিদ নামের অপর ব্যাক্তির পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার বিকেলে কাকরামারি বাজারে রুস্তম আলীর সঙ্গে মামুন গ্রæপের বিরোধ সৃষ্টি হয়। এসময় তোজাম্মেল হক রুস্তম আলীর পক্ষ নিয়ে মামুন গ্রæপের সঙ্গে বিরোধে জড়ায়। পওে বাজারে থাকা উপস্থিত লোকজন তাদের সরিয়ে দিলে পরিবেশ শান্ত হয়।

এ দিকে কাকড়ামারী বাজার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তোজাম্মেল হক মোটরসাইকেল নিয়ে চারঘাট-বাঘা মহাসড়কের এছেরের বট তলায় পৌছলে প্রতিপক্ষগ্রæপের লোকজন তার পথরোধ করে। পরে তোজাম্মেল হককে হাসুয়া দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রামেক থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হসপিটালে প্রেরন করা হয়েছে। বর্তমানে ঢাকার পঙ্গু হসপিটালে আহত তোজাম্মেল হক চিকিৎসাধীন রয়েছেন বলে তার ছেলে নিশ্চিত করেছেন।

চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেনের দাবি, এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।#

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ