মনপুরা প্রতিনিধি: ভোলা জেলা মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন এর সার্বিক তত্তাবাধনে ভোলা জেলার মনপুরা উপজেলায় অদ্য ১১ জানুয়ারী ২০২৫খ্রি সারা দিন অভিযান পরিচালনা করে বিকেল পর্যন্ত মনপুরা কোষ্টগার্ড ও মনপুরা উপজেলা মৎস্য অফিসারের সহায়তায় বদনারচর সহ মনপুরার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট হতে পরিচালিত অভিযানে অবৈধ ৭ টি পাঙ্গাশ মাছ ধরার
চাই ও ১ টন পাঙ্গাশের পোনা আটক করা হয়,পরে এসব চাই বিনষ্ট করা হয়, আনুমানিক ১ টন পাঙ্গাশ মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন ও মনপুরা উপজেলা কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তাগন।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন বলেন অবৈধ সকল ধরনের জাল ও চাই সহ বিহুন্দি জালের উপর অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।এছাড়া জেল ও জরিমানার বিধান রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা।