শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

আরব আমিরাত জানাল, রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

  • আপডেট এর সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার পঠিত হয়েছে

ধর্ম  ডেস্ক : ২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির জ্যোতির্বিদ্যা সংস্থার চেয়ারম্যান ইবরাহিম আল জারওয়ান বলেছেন, আগামী ১ মার্চ থেকে পারে প্রথম রোজা, অর্থাৎ রমজান শুরু হতে আর মাত্র সাত সপ্তাহ বাকি। খবর গালফ নিউজ।

উল্লেখ্য, রমজান হলো ইসলামী বর্ষপুঞ্জির নবম মাস। এই মাসে সারা বিশ্বের মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন। রমজান মাস মুসলিমদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর ওপর কোরআন নাজিল হয়েছিল। এই সময় মুমিনরা আরও বেশি নামাজ, কোরআন তিলাওয়াত ও দান-সদকা করেন।

রমজান মাস চলাকালে আমিরাতে শ্রমিকদের কাজের সময় কমিয়ে দেওয়া হয়। সাধারণত আট ঘণ্টার অফিস সময় আট থেকে ছয় ঘণ্টায় নামিয়ে আনা হয়, যাতে তারা রোজা রাখার সময়ে শারীরিকভাবে একটু স্বস্তি পান।

বিশ্বের বেশিরভাগ দেশে রমজান মাসের শুরুর তারিখ নির্ধারণ করা হয় চাঁদ দেখার মাধ্যমে, তবে কিছু দেশে আগেই ক্যালেন্ডারের মাধ্যমে তারিখ নির্ধারণ করা হয়।

এ বছর যদি রমজান মাস ২৯ দিনের হয়, তবে ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি রমজান মাস ৩০ দিনের হয়, তাহলে ৩১ মার্চ হবে ঈদ।

মুসলিম বিশ্ব এখন প্রস্তুতি নিচ্ছে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের জন্য, আর আল্লাহর রহমতে এ মাসটি হবে সবার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের সময়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ