কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুসারে কলাপাড়া পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ড পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কমিটি গঠন করার লক্ষ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো.সুলতান, মাওলানা মো. আউয়াল, মো.জসিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, মিলন তালুকদার, পৌর ওলামা দল নেতা মাওলানা মো.ফোরকানুল ইসলাম,যুবদল নেতা ফোরকান তালুকদার, লিটু বিশ্বাস, সামুয়েল হক তানিম মুন্সি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।