মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

রাজধানীর চকবাজার হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কে গাজীপুর জেলার সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

  • আপডেট এর সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ রাজধানীর চকবাজার থানাধীন কাচাঁ বাজার এলাকায় মোবাইল ফোন চুরি’কে কেন্দ্র করে জীবন (২০), পিতা-মৃত জাকির হোসেন, সাং-ঢালিপাড়া, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর নামের একজন যুবক’কে ৭ম তলার ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় ভিকটিমের চাচা জিয়া উদ্দিন (২৮) বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ভিকটিম জীবনকে ছাদ থেকে ফেলে হত্যাকান্ডে সরাসরি জড়িত শাওনসহ ০৪ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-০১/১১/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে হত্যাকান্ডে জড়িত সকল আসামীরা আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আলোচিত জীবন হত্যাকান্ডে জড়িত এজাহার নামীয় পলাতক আসামী শাওনকে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জীবন হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী শাওনকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৪/০১/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র‌্যাব-০১ এর সহযোগীতায় গাজীপুর জেলার সদর থানাধীন টেকনগর চৌরাস্তা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত রাজধানীর চকবাজার এলাকায় ছাদ থেকে ফেলে জীবন (২০)’কে হত্যা মামলার এজাহার নামীয় ৩নং পলাতক আসামী শাওন (২২), পিতা-মো: আব্দুল লতিফ, সাং-গরুশ্বর, থানা-হাজিগঞ্জ, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ