ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় হক ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত প্রতিবন্ধিদের মাঝে মীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে তিতাস মানবিক কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় শতাধিক শীতার্তদের কাছে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।
তিতাস মানবিক কল্যাণ পরিষদের সভাপতি সামসুন নাহার জেনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, জেলা বিএনপির সদস্য মাঈনুল ইসলাম চপল প্রমুখ।