সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

দুই মার্কিন নাগরিককে মুক্তি দিলো তালেবান

  • আপডেট এর সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: জো বাইডেন প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার কিছুক্ষণ আগে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান। এমনটা জানিয়েছে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) কাবুল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক তালেবান যোদ্ধার মুক্তির বিনিময়ে আফগানিস্তানে আটক দুই মার্কিনিকে মুক্তি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দেশটির মুক্তি পাওয়া দুই নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাদের নাম রায়ান করবেট ও উইলিয়াম ম্যাকেন্টি।

এখনও দুই মার্কিন নাগরিক তালেবানের হেফাজতে রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের নাম জর্জ গ্লেজম্যান ও মাহমুদ হাবিবি।

২০১৭ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য তালেবান সরকারের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। এই চুক্তির ফলে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হয়।

বাইডেন প্রশাসনের শেষ সময়ে চূড়ান্ত হওয়া বন্দি বিনিময়টি এমন এক সময়ে বাস্তবায়িত হলো, যখন মার্কিন-তালেবান সম্পর্কে উত্তেজনা বেড়ে চলেছে। কাতারের মধ্যস্থতায় চুক্তিটি সম্পাদিত হয়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ