শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থী আহত

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পঠিত হয়েছে
Oplus_131072

খোরশেদ রনি : লক্ষ্মীপুরে বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে জেলার রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে তৃতীয় ও পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত হওয়া শিক্ষার্থীদের নাম রাফসি ও নিশা। নিশা ওই এলাকার বকসি বাড়ির খোকা সিকদার ও রাফসি একই বাড়ির মো. রনির মেয়ে।

আহতদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদ আক্তার মিতু জানান, ‘গুরুতর দগ্ধ হয়েছে তারা। উন্নত চিকিৎসার জন্য তাদের স্বজনদের নির্দেশনা দিয়েছি ঢাকায় বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার।’

আবুল কাসেম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বিদ্যালয়ের ছাদের পাশ দিয়ে বৈদ্যুতিক তারের লাইন। অসাবধানতাবশত দুই শিক্ষার্থী বৈদ্যুতিক লাইনের কাছে পৌঁছায়। পরে তাদের একজন লাইনটি স্পর্শ করলে অপরজন ছাড়াতে যায়। এতে দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বিদ্যালয়ের ছাদে সব সময় তালা দেয়া থাকে। আজকে কে বা কারা তালা খুলেছে, তা আমরা জানি না। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের খোলা তার গেছে। ঘটনার সময় চিৎকার শুনে আমরা তাদের উদ্ধার করি।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, ‘দগ্ধ শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।’ বিদ্যালয় কর্তৃপক্ষের সচেতনতার ঘাটতি ছিল বলেও জানান ইমরান খান।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ