শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টির পথে

  • আপডেট এর সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ বার পঠিত হয়েছে

অর্থনীতি ডেস্ক : ক্রমান্বয়ে বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম। বর্তমানে বিশ্ববাজারে ১ আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার ছুঁইছুঁই। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে নতুন ইতিহাস সৃষ্টির কাছাকাছি চলে দামি এই ধাতুটির দাম।

বিশ্ববাজারে সোনার এমন দাম বৃদ্ধিতে দেশের বাজারেও সোনার দাম বেড়ে যাচ্ছে। তবে বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে সেই হারে বাড়েনি। ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়তে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই বাজুসের দায়িত্বশীল এক সদস্য জানান, দেশের বাজারে সর্বশেষ সোনার দাম বাড়ানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম আরও প্রায় ৩০ ডলার বেড়েছে। বিশ্ববাজারে সোনার এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারে দাম বাড়বে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমানোর কথা বলেছেন। এছাড়া বিভিন্ন নীতি তিনি গ্রহণ করেছেন। এসব কারণেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে সোনার এত দাম বাড়েনি।

বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭০০ ডলার। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ২২ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭৫০ ডলারে উঠে যায়।

এর প্রেক্ষিতে সেদিন বৈঠক করে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। পর দিন ২৩ জানুয়ারি থেকে সোনার নতুন দাম কার্যকর হয়। বাজুসের এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।

উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম দু’দফায় বেড়েছে ৩ হাজার ১৩৮ টাকা। অন্যদিকে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৪৫ ডলার। এক আউন্স সমান ২৮ দশমিক ৩৫ গ্রাম। এ হিসাবে বিশ্ববাজারে চলতি বছর এখনো পর্যন্ত এক ভরি সোনার দাম বেড়েছে ৭ হাজার ২৭৮ টাকা।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ