মো কামরুল হোসেন সুমন : ভোলা জেলা মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন এর সার্বিক তত্তাবাধনে ভোলা জেলার মনপুরা উপজেলায় অদ্য ২৭-জানুয়ারী- ২০২৫খ্রি রোজ সোম বার ভোর ৬ঃ০০ ঘটিকা থেকে অভিযান পরিচালনা করে, কোস্টগার্ড কনটিনজেন্ড মনপুরা ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার মেঘনা নদীর ভাষন ভাঙ্গা, বদনীরচর, চর জাঙ্গালিয়া এলাকায় ব্যাপক ভাবে পাঙ্গাশ মাছ ধরার চাইয়ের সন্ধান করে কোন চাই আটক করতে পারেনি কোস্টগার্ড ও মৎস্য অফিস এরপর অত্র এলাকা থেকে(১০) দশটি বেহুন্দিজাল আটক করে মনপুরা কোষ্টগার্ডের আউট পোষ্টে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা কোষ্টগার্ড কন্টিনজেন্ট ও মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন বলেন অবৈধ পাঙ্গাশ মাছ ধরার চাই ব্যাপক খোজা-খুজির পর চাই পাইনি,পরে আমরা ১০ টি ছোট মাছ ধংসকারী বেহিন্দী জাল আটক করি পরে এসব জাল আগুনে পুরে নষ্ট করা হয়েছে,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।