সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম জিয়ার উপদেষ্টা সুকোমল বড়ুয়ার সাথে ফুলবাড়ীতে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত ইসলামপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’ শুটিংয়ে আপত্তিকর আলোচনা, নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা অভিনেত্রীর সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত আয়করের ভীতি : সঠিক তথ্য পেতে হিমশিম অর্থনৈতিক শুমারির মাঠকর্মীদের চারঘাটের কৃষি উদ্যোক্তা হানিফ মাল্টা ও বেদেনা চাষে সফল, তৈরি করতে চান এগ্রোপার্ক বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে স্মারকলিপি পেশ ও মানববন্ধন

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জোরপূর্বক প্রধান শিক্ষকদের পদত্যাগ না করানোসহ বিভিন্ন দাবিতে মানবন্ধন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমানসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন বড়ইবাড়ী এ কে ইউ ইনষ্টিটিউশন এন্ড কলেজে, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়, মজিদচালা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি তুলে একটি স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে নানা বৈষম্য রয়েছে। আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধা পাই না। সেজন্য শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণসহ বিভিন্ন দাবি জানান। এ সময় ব্যক্তিগত ও সামাজিকভাবে হয়রানি করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ না করানোর জন্য অনুরোধ করেন বক্তারা।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, ইউএনও স্যার মিটিংয়ে থাকায় শিক্ষকরা একটা স্মারকলিপি আমার কাছে দিয়েছেন। ওই স্মারকলিপি স্যারের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে প্রেরণ করা হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ