নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জোরপূর্বক প্রধান শিক্ষকদের পদত্যাগ না করানোসহ বিভিন্ন দাবিতে মানবন্ধন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমানসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন বড়ইবাড়ী এ কে ইউ ইনষ্টিটিউশন এন্ড কলেজে, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়, মজিদচালা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি তুলে একটি স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে নানা বৈষম্য রয়েছে। আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধা পাই না। সেজন্য শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণসহ বিভিন্ন দাবি জানান। এ সময় ব্যক্তিগত ও সামাজিকভাবে হয়রানি করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ না করানোর জন্য অনুরোধ করেন বক্তারা।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, ইউএনও স্যার মিটিংয়ে থাকায় শিক্ষকরা একটা স্মারকলিপি আমার কাছে দিয়েছেন। ওই স্মারকলিপি স্যারের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে প্রেরণ করা হবে।