মাহফুজুল ইসলাম মন্নু : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি রবিবার বিকালে বিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভুইয়ার সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল জেলার জামায়াতে ইসলামীর সদস্য মাওলানা আলমগীর হোসেন,লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সিকদার, লোহাগড়া উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা মো: হাদিউজ্জামান,কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নায়েব আলী,সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম শেখ, বিএনপি নেতা কোবাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিকসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।