স্টাফ রিপোর্টার : বাগেরহাটের শরণখোলায় জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরি ও বাজেট বৃদ্ধি,বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে উপজেলার সরকারি দপ্তরের প্রতিনিধি সাংবাদিক ও সিএনআরএস ইভলভ প্রকল্পের সমন্বয়কারী ও ফিল্ড ফ্যাসিলিটেটর বৃন্দ উপস্থিত ছিলেন।