মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাথর বোঝাই ট্রাক উল্টে সাঘাটা গাইবান্ধা রোডে যানজটের সৃষ্টি হয়েছে। ফরিদপুরের ধর্ষণ মামলার আসামী মুন্না (১৯) র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। মায়ের সাথে অভিমান করে ১২ বছরের শিশু কন্যার মৃত্যু  চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ জন নিহতের ঘটনায় আটক ৪

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পঠিত হয়েছে

শফিকুল হক শাকিল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই পক্ষের দুইজন নিহতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ঘাতক ইনসান মিয়ার ভাই ইমরান ও আরমান, একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সাইফুল ইসলাম ও আবুল কাসেম মিয়ার ছেলে তাবারক মিয়া।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিশুতারা গ্রামে একটি ভিটিবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান পক্ষের আমানত মিয়ার উপর হামলা করে বল্লম দিয়ে আঘাত করে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর চালানো হয়।পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ