পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ জুড়ে স্কুলগুলিতে উন্নত নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিসেবাগুলিতে অ্যাক্সেস বৃদ্ধির লক্ষ্যে ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ হলরুমে নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিন (ওয়াশ) প্রোগ্রামের আয়োজনে ও ব্রাকের বাস্তবায়নে উপজেলায় ২০২৩ সালে ১১টি, ২০২৪ সালে ৬ টি এবং ২০২৫ সালে ৫ টি স্কুল ও মাদ্রাসায় স্যানিটেশন কর্মসূচি বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমন্বয়কারী মো. নেফাজ উদ্দিন, জেলা ব্যাবস্থাপক মো. সুলতান উদ্দিন, জেলা ডেপুটি ম্যানেজার মো. হাসান তালুকদার, সিনিয়র অফিসার মনিটর রহমতুল্লাহ, জেলা টেকনিক্যাল অফিসার দিপ্ত বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, একাডেমি সুপার ভাইজার মু. নেছার উদ্দিন, দশমিনা ব্রাক শাখা ব্যবস্থাপক ইসমাইল মামুন, পিও অরুন কুমার দাশ ও আইন সহায়তা কর্মসূচির অফিসার আল ইমরানসহ সাত ইউনিয়ন পরিষদের সচিব এবং উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রমূখ।