শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সুনামগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে দু’ব্যক্তির কারাদণ্ড

  • আপডেট এর সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার: জেলার ধর্মপাশা উপজেলায় আজ অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে আপন সরকার (২২) ও মো. মৌলা মিয়া (৪৪) নামের দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপর ১ টার দিকে জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আটগাঁও এলাকায় অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক জনি রায় এ কারাদণ্ড দেন।

দন্ডিতদের মধ্যে মধ্যে আপন সরকারকে পাঁচদিনের বিনাশ্রম এবং মো. মৌলা মিয়াকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আপন সরকার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের জিতেন সরকারের ছেলে এবং মো. মৌলা মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে দু’ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। তাদেরকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ