ডেস্ক রিপোর্ট : চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় গৌড়েশ্বর এলাকায় বসবাসকারী মোঃ সেলিম কবিরাজ (৪০) একজন দিনমজুর। গত ৩০/০১/২০২৫ তারিখে ধান রোপণ করার কাজ নিয়ে ভিকটিম সেলিমের ভাই নবীর হোসেনের সাথে আসামী আলী আকবর কাজীর মতবিরোধ হয়। উক্ত মত বিরোধের জের ধরে গত ৩১/০১/২০২৫ তারিখ দুপুর ০১.৪৫ ঘটিকায় জুম্মার নামাজের পর আসামী আলী আকবর ও তার সঙ্গীয় এজাহারনামীয় অন্যান্য আসামীরা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন গৌড়েশ্বর পশ্বিমপাড়া মদিনাতুল জামে মসজিদের সামনে ভিকটিম সেলিমের ভাই নবীর হোসেনের সাথে কথা কাটাকাটি ও একপর্যায়ে নবীর হোসেনকে মারধর শুরু করে। তাদের শোর চিৎকারে ভিকটিম সেলিম এগিয়ে আসলে আসামী আলী আকবর কাঠের লাঠি দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। আলী আকবরের সাথে অপরাপর আসামীরাও লাঠি ও ইটের টুকরা দিয়ে ভিকটিম সেলিমকে আঘাত করতে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম সেলিমকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসাপাতালে নিয়ে গেলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ সবুজ (২১) বাদী হয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং- ০১, তারিখ- ০১/০২/২০২৫,ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল দিনমজুর সেলিম হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৫/০২/২০২৫ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় র্যাব-১০ একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-০১ এর সহযোগীতায় গাজীপুর জেলার বাসন থানাধীন পূর্ব চান্দনা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর দিনমজুর সেলিম কবিরাজ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী আলী আকবর কাজী (৪৮), পিতা-মৃত আঃ ওহাব, সাং-গৌড়েশ্বর, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করে।
৫। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।