বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

পাবনায় মাত্র ১০ হাজার টাকার জন্য খুন

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে

পাবনা প্রতিনিধি : দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়ায় নাফিজ কামাল (২৭) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে আটঘরিয়া বাজার এলাকার চাঁদভা রোডে এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত নাফিস কামালের মা আফসানা পারভীন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে। রুস্তমপুর বাজারে তার ভুসি মালের দোকান রয়েছে।
অভিযুক্ত দোকান মালিক হলেন– আটঘরিয়া পৌরসভার কুষ্টিয়াপাড়া মহল্লার আমানত আলীর ছেলে জাহিদুল ইসলাম। তিনি আটঘরিয়া বাজারের মুদি দোকান ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মুদি দোকানি জাহিদুল ইসলামের দোকান থেকে বাকিতে নিত্যপ্রয়োজনীয় মালামাল নিতেন অপর ব্যবসায়ী নাফিজ কামাল। এভাবে নাফিজ কামালের প্রায় ১০ হাজার টাকা বকেয়া পড়ে যায় জাহিদুল ইসলামের দোকানে। এ নিয়ে নাফিজ কামালের কাছে বেশ কয়েকবার বাকির টাকা চান জাহিদুল ইসলাম।
সোমবার সকালে জাহিদুল ইসলাম বেশকিছু লোক নিয়ে রুস্তমপুর বাজারে নাফিজ কামালের দোকানে গিয়ে বকেয়া টাকা চান। টাকা না পেয়ে একপর্যায়ে নাফিজ কামালকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান জাহিদুল ও তার লোকজন।
সোমবার রাতে জাহিদুলের দোকানের সামনে যান নাফিজ কামাল। এ সময় বাকি টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে বেরিয়ে জাহিদুল ইসলাম আশপাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার লোকজন নিয়ে নাফিজ কামালকে বেধড়ক মারপিট শুরু করেন। মারধরের মাঝে নাফিজ কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে গুরুতর আহত নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই ঘটনায় এজাহার নামীয় একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন আটঘরিয়া থানা পুলিশ ।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ