পটুয়াখালী প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ এ নির্বাচনে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। মোট ৪২৪ ভোটারের মধ্যে ১৮৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এতে কলম মার্কার প্রার্থী গাজী আব্বাস উদ্দিন বাচ্চু ৪৭ ভোট পেয়েছেন এবং চেয়ার মার্কার প্রার্থী ১৩৬ ভোট পেয়ে জয় লাভ করেন।
সুষ্ঠভাবে ভোট দিতে পেরে শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে আনন্দের সৃস্টি হয়েছে। নতুন গভর্নিং বডির নেতৃত্বে মাদ্রাসা ও শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে অনেকে মন্তব্য করেছেন।