মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন খালে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

রাজধানীর লালবাগ ও আশপাশ এলাকা হতে ০৭ জন ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত হয়েছে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর লালবাগ ও আশপাশ এলাকা হতে ০৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সারা দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে। উক্ত অপরাধ দমনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে র‌্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রাত ২১.০০ ঘটিকা হতে অদ্য ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ০১.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্প এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার লালবাগ সেকশন এলাকাসহ আশপাশ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৭ জন কুখ্যাত ছিনতাইকারী সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ রাজু (২৯), পিতা-মৃত গোলাম মোহাম্মদ, সাং- ৬৭/এ বড় মসজিদ, নবাবগঞ্জ, থানা-লালবাগ, ডিএমপি, ঢাকা, ২। মোঃ রাশেদ (৪৮), পিতা- মৃত শামিউল আলম, সাং- ৪৭/১, হোসেন উদ্দিন খান, ২য় লেন বড় মসজিদ, নবাবগঞ্জ, থানা-লালবাগ, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ হৃদয় (২৩), পিতা- মোঃ মারুফ, সাং- কোম্পানীঘাট, মিজানুর এর বাড়ী, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা, ৪। মোঃ রনি (২৬), পিতা- মোঃ শহিদ, সাং- ভাগলপুর লেন, জাবের এর বাড়ী, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা, ৫। মোঃ নুরুজ্জামান (৩৬), পিতা- মোঃ বাবর আলী, সাং- বড়াইবাড়ী থানা-গংগাচড়া, জেলা-রংপুর, এ/পি- কোম্পানী ঘাট, ছালাম এর বাড়ী, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা, ৬। মোঃ সিফাত হোসেন (১৯), পিতা- আব্দুল জলিল, সাং- ভাগলপুর লেন, আবুল মিয়ার বাড়ী, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা ও ৭। মোঃ রায়হান (১৮), পিতা- স্বপন হাওলাদার, সাং- কালিনগর, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর, এ/পি সাং- কালিনগর, বড় মসজিদের পাশে ভাড়া বাসা, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩ টি সুইচ গিয়ার এবং ০৪ টি চাকু জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ বেশ কিছুদিন যাবৎ রাজধানীর লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে উল্লেখিত সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‌্যাব-১০ তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ