নিজস্ব প্রতিবেদক:মুন্সি মোঃআল ইমরান
কদমতলীতে গ্যাসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী
শনিবার সকালে কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
কদমতলী থানা এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণে জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এলাকাবাসী জানায়, প্রায় এক যুগ ধরে এই এলাকায় আবাসিক গ্যাস সংকটে ভুগছিল স্থানীয়রা। এ বিষয়ে একাধিক বার তিতাস গ্যাস কতৃপক্ষের কাছে অভিযোগ করলে ও এক যুগে ও তার সমাধান হয়নি। তাই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এ মানববন্ধনের আয়োজন করেন। তারা আরো জানায়, সামনে মাহে রমজান এই গ্যাস সংকট অব্যহত থাকলে তাদের প্রচুর ভোগান্তি পোহাতে হবে। এ ব্যাপারে তারা সমাধানে তিতাস কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তা না হলে ঢাকা চট্রগ্রাম মহা অবরোধের হুমকি দেয়।