রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান, মোবাইল কোর্টের গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট এর সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৫ বার পঠিত হয়েছে

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভাটা শ্রমিকরা। আজ (মঙ্গলবার) দুপুরে ঝিনাইগাতি-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভ চলাকালে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উচ্চ আদালতের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। এর অংশ হিসেবে আজ দুপুর ১টায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় শহরের খোয়ারপাড় মোড়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ি আটকে ভাঙচুর চালান। এর আগে দুপুর ১২টায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। জেলা প্রশাসকের কাছে শ্রমিকদের স্মারকলিপি প্রদান

পরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশের অনুরোধে মানববন্ধন স্থগিত করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিক ও মালিকরা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। প্রশাসনের প্রতিক্রিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মিজানুর রহমান ভূঁঞা। এ সময় শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এহসান, সদর থানার ওসি মো. জুবায়দুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলছে। কিন্তু শ্রমিকরা সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুর করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ