সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন খালে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

টুঙ্গিপাড়া প্রেসক্লাবের মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত হলো

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৪ বার পঠিত হয়েছে

টুঙ্গিপাড়া  সংবাদদাতা :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে আজ, ৫ মার্চ ২০২৫ তারিখে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক মিটিং ও বর্ধিত সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকাত হোসেন মুকুল, দৈনিক(যায়যায় দিন) সঞ্চালনা করেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।( দৈনিক খবর পত্র)।

এ সভায় পবিত্র মাহে রমজান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রেস ক্লাব থেকে ইফতারি পার্টির জন্য আগামী ১৫ ই রমজান দিন নির্ধারণ করা হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং দেশের উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সভাপতি শওকাত হোসেন মুকুল বলেন, “সাংবাদিকদের দেশের জন্য কাজ করতে হবে এবং সত্য প্রতিষ্ঠা করতে হবে।” সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং এটি একটি দায়িত্ব এবং সাংবাদিকদের দেশের উন্নয়নমূলক কাজ করতে হবে।”

মাসিক মিটিং ও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন: সভাপতি শওকাত হোসেন মুকুল ,  সাধারণ সম্পাদক আফজাল হোসেন , সহ-সভাপতি আব্দুল হাকিম , ওয়াহিদুজ্জামান শেখ , নাজিরুল শেখ , যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম , জসিম মুন্সী ,সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ , কোষাধ্যক্ষ শ্রী সমেস বৈরাগী দপ্তর সম্পাদক দিলীপ মন্ডল , ক্রীড়া সম্পাদক শান্ত শেখ  , সদস্য ইকবাল হোসেন আকাশ শেখ

এছাড়াও, অন্যান্য সাংবাদিক এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের প্রতি দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ