নিজস্ব প্রতিবেদক :আল মামুন
৬ই রমজান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ উদ্যোগে সারা মাসব্যাপী যাত্রাবাড়ী থানার বিভিন্ন স্থানে । যাত্রাবাড়ী ধলপুর ও কাজলার পাড়ে ইফতার বিতরণ করেন। এ সময় তারা বলেন যে তাদের লক্ষ্য সমাজের অসহায়, দুস্থ,কর্মজীবী ও পথচারী মানুষের মাঝে ইফতার পৌঁছে দেওয়া, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারেন।
তাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
* সকল রোজাদার ভাই ও বোনেদের জন্য রমজান মাসে অসহা,সুবিধাবঞ্চিত ও পথচারী মানুষদের জন্য বিনামূল্যে ইফতার সরবরাহ করা।
* সমাজে সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।
* ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখা।
* তরুণ সমাজকে সমাজসেবামূলক কাজে উৎসাহিত করা।
তাদের কর্মসূচির আওতায় যাত্রাবাড়ী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার বিতরণ করাবে। যারা এই মহৎ কাজে আর্থিকভাবে অথবা সেচ্ছাসেবী হিসেবে তাদেরকে সহযোগিতা করতে চান, তারা যোগাযোগ করতে পারেন