মাহফুজুল ইসলাম মন্নু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী সংলগ্ন চর-জাজিরা কালনা মৌজায় বসবাসকারী দুই শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “ডিসি ইকো পার্ক” নির্মাণের প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় ঢাকা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কে সহস্রাধিক নারী-পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধন করে। পরে তারা বিক্ষোভ মিছিল করে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক বন্ধের দাবীতে বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক মোল্যা হেমায়েত হোসেন, শিক্ষক মফিজুর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী ,সুমন রহমান,সোহাগ মোল্যা, রুহুল আমীন প্রমূখ। মানববন্ধন ও মিছিল শেষে টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোল্যা হেমায়েত হোসেন বলেন,গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদীর পশ্চিম পাড়ে পলি বেষ্টিত তিন ফসলী জমিতে দুই শতাধিক কৃষি নির্ভর পরিবারকে উচ্ছেদ করে প্রস্তাবিত“ ডিসি ইকো পার্ক ”নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী। তিনি দু’শতাধিক পরিবারকে উচ্ছেদ করে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণ করতে দেওয়া হবে না বলে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।