সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ‘কুসুমকলি’ শিশু পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাক চৌধরী মোয়াজ্জম ।

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০ বার পঠিত হয়েছে

মোঃ জিল্লুর রহমান

গাইবান্ধা সাঘাটা উপজেলা শিশু পার্ক উদ্বোধন করেন করেন জেলা প্রশাসক । গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় পার্কটির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসাহাক আলীর উদ্যোগে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলেজ মোড়ে পার্কটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, অফিসার ইনচার্জ বাদশা আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।  এছাড়া, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী আয়োজনে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ শিশুদের জন্য এমন একটি বিনোদনকেন্দ্র নির্মাণে ইউএনও ইসাহাক আলীর প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ‘কুসুমকলি’ শিশু পার্কটি শিশুদের জন্য আনন্দদায়ক ও নিরাপদ বিনোদনকেন্দ্র হিসেবে দীর্ঘদিন সেবা দিয়ে যাবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ