কাজল খান মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলা শ্রমিকদলের অবৈধ কমিটি গঠন করার প্রতিবাদে জেলা শ্রমিকদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার বিকালে মাদারীপুর নতুন শহর এলাকায় জেলা শ্রমিকদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন মাদারীপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন আকমল খান
জানান গত ২৩ ফেব্রুয়ারী ২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের শিবচর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু আনুষ্ঠানিক ভাবে কমিটি ঘোষণার আগেই একটি চক্র জাতীয়তাবাদী শ্রমিক দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।
তাই জেলা কমিটির নির্দেশে মাদারীপুর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান চৌকিদারকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার কর্মকাণ্ডে জেলা কমিটির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এই সিদ্ধান্ত নেয় জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে কুচক্রী মহল শ্রমিকদলের জেলার সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম শামিমকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে গত ১৩ মার্চ ২৫ শিবচর উপজেলায় একটি অবৈধ কমিটি গঠন করে বলে অভিযোগ করেন জেলার শ্রমিকদলের নেতাকর্মীরা।
এ ঘটনায় মাদারীপুর জেলা শ্রমিকদল ও মাদারীপুরের চারটি উপজেলার শ্রমিকদলের নেতাকর্মীরা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দ্রুত এই অবৈধ কমিটি বাতিল করে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের কমিটি বহাল রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার দাবি জানান।
উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারী ২৫ মাদারীপুর জেলার শিবচর উপজেলা শ্রমিকদলের কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ জিন্নাত ওয়ালিদ খানকে সভাপতি ও মোহাম্মদ জিয়া খালাসিকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে মাদারীপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।
এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন
মাদারীপুর জেলা শ্রমিকদলের সভাপতি আলাউদ্দিন নপ্তী,সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, সহ-সভাপতি চানমিয়া হাওলাদার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন আকমল খান,সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মুন্সি, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ জয়,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ভুইয়া,শিবচর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিন্নাত ওয়ালীদ খান,সাধারণ সম্পাদক জিয়া খালাসি,সাংগঠনিক সম্পাদক সবুজ হাওলাদারসহ অনেকে।