গাইবান্ধা: মোঃ জিল্লুর রহমান
ফুলছড়িতে ডিজেল চালিত স্যালো মেশিন নৌকা থেকে খুলে নিয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করার সময় ৪ জনকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করে জনতা। এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি চুরির মামলা দায়ের করেন নৌকার ম্যাসিনের মালিক আনারুল মিয়া (৩৫ ) আটককৃত হলেন ১। মোঃ শান্ত রহমান (২৪) পিতা- মোঃ আব্দুর রহমান, ২। মোঃ বাবু (১৮) পিতা মোঃ হোসেন, উভয় সাং-রেল লাইন বাউশি, উভয় থানা ফুলছড়ি। ৩। মোঃ হাশেম আলী আবুল হাশেম (৫২) পিতা- মৃত আনছার আলী, ৪। মোঃ রাসেল (২০) পিতা- মোঃ হাশেম আলী উভয় সাং- নীলকুঠি, থানা সাঘাটা, সর্ব জেলা গাইবান্ধা গণ সহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ে করে ।
এজাহারে বলেন ইঞ্জিন চালিত নৌকা ফুলছড়ি বাজারের দক্ষিন পাশে বালুচর খেয়াঘাটে বেধে বাড়িতে চলে যান । পরের দিন সকাল ০৮.০০ ঘটিকার সময় বালুচর খেয়াঘাটে গিয়ে দেখেন তার নৌকার ২৫ হর্স পাওয়ার স্যালো মেশিনটি চুরি হয়ে গিয়েছে।
ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পরে গাইবান্ধা কোটে প্রেরণ করা হয়েছে।