রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

শাল্লায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।

  • আপডেট এর সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০ বার পঠিত হয়েছে

চিন্ময় দাশ:-

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস  বাঙ্গালী জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, গৌরবময় এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ১৯৭১ সালে বাঙালি জাতির দীর্ঘ নয় মাস রক্ত ক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে  অর্জন  করেছিল  স্বাধীনতা আরো স্মরণ  করছি শ্রেষ্ঠ সন্তান সেই  সকল  বীর মুক্তিযোদ্ধা , শহীদ মুক্তিযোদ্ধের  ও সম্ভ্রম হারানো মা বোনদের  যাদের  আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ  লাল সবুজের  পতাকা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫  যথাযোগ্য মর্যাদায়  উদযাপন উপলক্ষে  ভোর  ৫ টা ৩০ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পন করেন  উপজেলা প্রশাসন, শাল্লা  থানা,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,  বিএনপি ও সকল  অঙ্গ সংগঠন,  শাল্লা উপজেলা প্রেসক্লাব ও সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গোষ্ঠী।

পরিশেষে  শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে  সকাল  ৯টায়৩০ মিনিটে জাতীয়  পতাকা  উত্তোলন,  জাতীয় সংগীত  ও কুচকাওয়াজ  বীরাঙ্গনা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সদস্যগণের সংবর্ধনা দেওয়া হয় সকাল ১০টায়  শাল্লা উপজেলা  নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাশ এর সভাপতিত্বে ও   শাল্লা উপজেলা সহকারী  শিক্ষা অফিসার  তাপস রায় ও সহ কারী শিক্ষিকা  চম্পা রানী তালুকদার এবং পুড়ারপাড়  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদাররে  সঞ্চালনায় মহান  স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিতি ছিলেন শাল্লা   থানা ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।  বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বলরাম। শাল্লা উপজেলা কৃষি অফিসার  মোঃ শওকত জামিল।

শাহীদ আলী মডেল উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ  দুলাল ,  গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন দাশ , শাল্লা উপজেলা  বাংলাদেশ জাতীয়তাবাদী বিএপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামায়েত  ইসলামী ও এর অন্যান্য  অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি  ও এর অন্যান্য সংগঠনের  নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন বিভিন্ন সরকরি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি বৃন্দ  ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

এ ছাড়াও  উপস্থিত ছিলেন শাল্লা থানা পুলিশ বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য,  ফায়ার সার্ভিস সদস্য ও উপজেলা  আনসার ও ভিডিপি সদস্য সহ উপস্থিতি ছিলেন শাল্লা উপজেলার  বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা  ও ছাএ ছাএী বিন্দ সুশীল সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ