শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

শরণখোলায় বিএনপি’র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেট এর সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু :স্টাফ রিপোর্টার: বাগেরহাটের শরণখোলার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শরণখোলা উপজেলার ৭ নেতাকর্মী কে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বহিষ্কার আদেশ দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে গত ৯ এপ্রিল উপজেলা প্রেসক্লাবে বিএনপি’র একাংশ সংবাদ সম্মেলন করে তার প্রতিবাদ জানায়। ওই সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তোলে বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে ১০ এপ্রিল সন্ধায় উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।
লিখিত অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন বিএনপির ৭ নেতা কর্মী কে শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নির্দেশ অমান্য করে বহিষ্কৃত নেতা খান মতিউর রহমানের সাথে সভা সমাবেশ করে। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বহিষ্কার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম লালের বিরুদ্ধে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন। এসময় তিনি লিখিত অভিযোগে আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে এমন অভিযোগ প্রমাণ করতে পারলে দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত নেবে তা তিনি মাথা পেতে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোল্লা ইসাহাক আলী, আলতাব হোসেন জমাদ্দার সহ বিএনপির অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য মামলা হয়েছে যার প্রমাণ তাদের কাছে আছে। তারা সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে বলে দাবি করেন । তিনি আরো অভিযোগ করে বলেন বহিষ্কৃত নেতা খান মতিউর রহমানের অনুসারীরা ৩১ দফা রাষ্ট্র মেরামতের কার্যক্রম সহ তারেক রহমানের নির্দেশনা ও অমান্য করে চলে। গত ৩ এপ্রিল রান্দাবাজার পাঁচ রাস্তার মোড়ের কমিউনিটি সেন্টারে আগামী কাউন্সিল অধিবেশন কে সামনে রেখে তিন প্রার্থীর নাম ঘোষনা করেন খান মতিউর রহমান। যা সম্পূর্ণ সংগঠন বিরোধী এবং গঠনতন্ত্র বিরোধী। তিনি আরো বলেন স্বৈরাচারী এরশাদে ৯ বছর ও ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৬ বছর আন্দোলন সংগ্রামে আমাদের বিএনপি নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা ছিল যা আপনাদের ভিডিও অডিওতে লিপিবদ্ধ আছে। তাই ৭ বিএনপির নেতাকর্মীকে সঠিক নিয়মেই আহবায়ক কমিটির সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বহিষ্কার করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বেলাল হোসেন মিলন বলেন তারা গঠনতন্ত্রের না মেনে গায়ের জোরে তিনিসহ ৭ বিএনপি’র নেতা কর্মীর বিরুদ্ধে বহিষ্কারের যে প্রস্তাব পাঠিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা বিএনপি পরিবারের সদস্য আমরা সুশৃংখল রাজনীতি পছন্দ করি।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ