ফখরুল আলম স্টাফ রির্পোটার:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা, শুক্রবার ১৮ এপ্রিল আনুমানিক দুপুর ২টায় সময় উপজেলায় বলই গ্রামে পরিবারের সবাইকে আটক করে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, বলই গ্রামে আবু তাহের তালুকদারের পরিবারের উপর রফিক মেম্বার (৩৬) ফজলে আলী রাসেল হোসেন( ৩০) এবং রানা (২৬),এর নেতৃত্বে কিছু সন্ত্রাসী সবাইকে জিম্মি করে নগদ অর্থদাবি সহ শারীরিক ভাবে লাঞ্চিত করেন এবং ঘরের দামী মালামাল লুটপাট করেন।
ভুক্তভোগী পরিবারের এক বিবৃতিতে জানান, রাসেল ও রানা বহুদিন যাবৎ মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমার স্বামী (মোহাম্মদ আবু সাঈদ) প্রতিবাদ করায় বহুবার জীবন নাসের হুমকি দেন।তাদের অত্যাচারে সে বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সন্ত্রাসীরা দাবি করেন আমার স্বামী বাংলাদেশ ফেরত আসছে।আমার স্বামীর খোজে বার বার হয়রানি করতেছে।
তিনি আরো জানান,সম্প্রতি তারা রাজনৈতিক দল পরিবর্তন করে বিএন পি ও জামাতের রাজনীতীতে সক্রিয় হয়েছে এবং এলাকায় অপরাধমুলক কর্মকান্ড করছে।আমার স্বামীর বাড়িতে রাসেল ও রানার অত্যাচারে থাকতে না পেরে আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আত্মাগোপন করি, কিন্তু তারা কিছু দিন পর পর আমার স্বামীর খোঁজে আসেন এবং চাঁদা দাবি করেন। তাদের কারনে আমাদের জীবন অস্থির হয়ে গেছে। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ সদস্য তাদের পক্ষ নিয়ে কাজ করেন।
এ বিষয়ে টংঙ্গবাড়ি থানা ইনচার্জ বলেন, ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাইনি। আমরা তদন্ত করবো, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে