মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা ব্রিজ এলাকার পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কে বৃহসপতিবার রাত সাড়ে ১০টার দিকে পেছন দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুজন গুরম্নতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবন (২০) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)। আহতরা হলেন, একই উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে চার বন্ধু মোটরসাইকেলে চড়ে গাইবান্ধা থেকে পলাশ পৌর শহরের দিকে যাচ্ছিল। গাইবান্ধা-পলাশবাড়ীর আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছিলে গাইবান্ধা থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। অন্য দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।