শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

এক মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় ৫০ হাজার

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২ বার পঠিত হয়েছে

সারাদেশে গ্রেপ্তারের হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত একমাসে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে প্রায় ৪৮ হাজার ৪০০ জনকে। গড়ে প্রতিদিন গ্রেপ্তার হয়েছে প্রায় এক হাজার ৫৬০ জন।

সর্বশেষ এই তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর। তারা জানিয়েছে, গত শুক্রবার (১৯ মে) পর্যন্ত গত ৩১ দিনে এ সংখ্যা দাঁড়িয়েছে। এই গ্রেপ্তার সংখ্যা পূর্বের আলোচিত ‘অপারেশন ডেভিল হান্ট’-কেও ছাড়িয়ে গেছে, যেখানে গড়ে প্রতিদিন গ্রেপ্তার হয়েছিল এক হাজার ৩৩০ জন। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে শুক্রবার (১০ মে) — একদিনেই আটক করা হয় দুই হাজার ৭৭১ জনকে।

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ এবং এর পরপরই সরকারবিরোধী রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলোর বিক্ষোভ-প্রতিবাদ শুরু হলে পুলিশের গ্রেপ্তার অভিযান আরও জোরালো হয়। এরপর রোববার (১২ মে) সরকার ‘জুলাই গণঅভ্যূত্থান’-এ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিষিদ্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞার পরপরই শুরু হয় নেতাকর্মী গ্রেপ্তার অভিযান।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং গোয়েন্দা শাখা গত এক মাসে শুধু রাজধানী থেকেই গ্রেপ্তার করেছে ১৭৫ জনের বেশি আওয়ামী লীগপন্থী নেতাকর্মীকে। এর মধ্যে উল্লেখযোগ্য সাবেক সংসদ সদস্যরা হলেন:

১. মমতাজ বেগম (মানিকগঞ্জ-২)

২. জেবুন্নেসা আফরোজ (বরিশাল-৫)

৩. কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫)

৪. জাফর আলম (কক্সবাজার-১)

৫. আমিরুল আলম মিলন (বাগেরহাট-৪)

৬. সেলিনা ইসলাম (সংরক্ষিত আসন-৪৯, কুমিল্লা)

৭. শামীমা আখতার খানম ওরফে শামীমা শাহরিয়ার (সংরক্ষিত আসন-২১, সুনামগঞ্জ)

এছাড়া বৃহস্পতিবার (৯ মে) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি নিজ বাসা থেকে গ্রেপ্তার হন।

খুলনা, কুমিল্লা, যশোর, কিশোরগঞ্জ, বরিশালসহ বিভিন্ন জেলায় ছাত্রলীগ এবং অন্য নিষিদ্ধ সংগঠনগুলোর সমর্থকেরা ঝটিকা মিছিল করে। এ মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে অনেককে শনাক্ত করে পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ মে) গুলিস্তান থেকে ঝটিকা মিছিলের সময় ১১ জন এবং রোববার (১৯ মে) ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ রায়েরবাজারে অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে। তাদের মধ্যে অনেকে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত গ্যাং সদস্য।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান বলেন, “কোনো নির্দিষ্ট রাজনৈতিক নির্দেশ নয়, পুলিশের সক্রিয় তৎপরতার ফলেই গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। নিষিদ্ধ দলের সদস্যরা এখনো সক্রিয় থাকায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অন্যদিকে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানিয়েছেন, নতুন করে গ্রেপ্তার বাড়লেও জামিনে ছাড়া পাওয়া আসামির সংখ্যাও বেড়েছে, ফলে সামগ্রিকভাবে বন্দির সংখ্যা এখনো স্থিতিশীল।

তবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, গত এক মাসেই তাদের কারাগারে বন্দির সংখ্যা সাড়ে চার হাজার থেকে বেড়ে সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগে ৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ৩০ দিনে ৩০ হাজার গ্রেপ্তার হয়েছিল। তার মধ্যে ১২ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ