শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সিধেঁল চুরি মামলার ০২ জন আসামী রাজধানীর কদমতলীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

  • আপডেট এর সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে

ডেস্ক রিপোর্ট : সিধেঁল চুরি মামলার ০২ জন আসামী রাজধানীর কদমতলীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। উল্লেখ্য গত ২০/০৩/২০২৫ ইং তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকা হতে ২১.৪৫ ঘটিকার মধ্যে রাজধানীর শ্যামপুরে সিয়াম এন্টারপ্রাইজের অফিসে কর্মচারীগণ তারাবিহের নামাজে থাকায় অজ্ঞাতনামা চোরেরা অফিসের পিছনের জানালার গ্রিল কেটে টেবিলের ড্রয়ারে থাকা ১,৯৭,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় সিয়াম এন্টারপ্রাইজের পরিচালক মো: সেলিম কাজী (৪৭) বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১/০৫/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ওয়াসা নতুন রাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ২৮, তারিখ- ২৩/০৩/২০২৫ খ্রি., ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ এর তদন্তে প্রাপ্ত আসামী ১। মো: আলমগীর হোসেন (২৬), পিতা- মধু প্যাদা, সাং- চাউলা, থানা- তালতলী, জেলা- বরগুনা ও ২। মো: শরিফ (২৪), পিতা- মৃত ফরিদ, সাং- বাপতা, থানা- ভোলা সদর, জেলা- ভোলা‘দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ