রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

শরণখোলায় ব্যবসায়ীর উপর দুর্বৃত্তের হামলা।

  • আপডেট এর সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার

বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের হামলায় খোকন হাওলাদার (৩০) নামে একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২২ মে রাত সাড়ে দশটার দিকে খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত খোকন কে রাতেই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোকনের বড়ভাই মোঃ আনোয়ার হোসেন বলেন, তার ছোট ভাই খোকন হাওলাদার উপজেলার নলবুনিয়া বাজারে মোবাইল ফ্লেক্সি, বিকাশ ও নগদের ব্যবসা করেন। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রায়েন্দা বাজার হতে নলবুনিয়া গ্রামের বাড়ী যাওয়ার পথে মঠেরপাড় গ্রামের বালিরমাঠ (বড়ব্রীজ সংলগ্ন) নামক স্থানে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলার খাদা গ্রামের বরকত আকন ও সুমন আকন অতর্কিতে খোকনের উপর ঝাপিয়ে পড়ে । তারা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময়  খোকনের পকেটে থাকা নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল টাচফোন ছিনিয়ে নেয়। খোকনের ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসালে দুর্বৃত্তরা পালিয়ে  যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন পথচারীদের সহায়তায় রাত ১১টার দিকে আহত খোকনকে  উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে।

এ ঘটায় থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে খোকনের বড়ভাই জানিয়েছেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, তিনি বিষয়টি জানেন না তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ