মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার
উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সকাল ১০ টায়
আয়োজনে ১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদ সহযোগিতায়: ইভলভ প্রকল্প (সিএনআরএস),কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্প সিএনআরএস নবপল্লব প্রকল্প এবং উত্তরণ এক্সেস প্রকল্প ।
১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আছিকুর রহমান কোরাইশির সভাপতিত্বে আলোচনা করেন ইভলভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ কুমার ঘোষ,
কেয়ার বাংলাদেশের
ফাতেমা খাতুন, উত্তরণের মুশফিকুর রহমান সহ স্থানীয়রা। এ সময় বক্তারা ইউনিয়ন পরিষদে সরকারি বাজেটে জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বাজেট বরাদ্দের পাশাপাশি বাজেট বৃদ্ধির দাবি জানান।