শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

মে মাসের সেরার দৌড়ে আরব আমিরাতের ওয়াসিম

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৫ বার পঠিত হয়েছে

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ মে  অ্যাওয়ার্ডে  সেরার দৌড়ে আছেন বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

সেরার লড়াইয়ে ওয়াসিমের প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডের ব্রান্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

নারী বিভাগে গত মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন- ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, দক্ষিণ আফ্রিকার ক্লোয়ি টাইরন ও ভারতের জেমিমাহ রদ্রিগেজ।

গত মাসে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াসিম। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২এ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচ ওয়ানডেতে দুই হাফ-সেঞ্চুরিতে ১৬৯ রান করেন ওয়াসিম।

এছাড়া বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে দুই হাফ-সেঞ্চুরিতে ১৪৫ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াসিম। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জয়ে বড় অবদান রাখেন ওয়াসিম। সিরিজের প্রথম ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচ জিতে নেয় আরব আমিরাত।

গত মাসে আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ পাঁচ ওয়ানডেতে ১০৭.৮৭ স্ট্রাইক রেট এবং ৫৮.২৫ গড়ে ২৩৩ রান করেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্রান্ডন ম্যাকমুলেন। পাশাপাশি বল হাতে ১০ উইকেট নেন তিনি।

যুক্তরাষ্ট্রের মিলিন্দ গত মাসে চার ওয়ানডেতে ৬৭ গড়ে ২০১ রান করেন। বল হাতে  ৯ উইকেট শিকার করেন তিনি।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ