মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে বিপুল পরিমাণ টাকা, সীম কার্ড, মাদক ও হ্যাকিংয়ের বিভিন্ন ডিভাইস চিহ্নিত দুই হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলো- বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্যাহ (২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)।
তারা দীর্ঘদীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে মঙ্গলবার সকাল এ পর্যন্ত এ অভিযান চালায়। অভিযানে হ্যাকার মাসুম বিল্যাহ ও বুলু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার, ৪৯২ টাকা ২২৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিক্স, ৭টি মোবাইল ফোন, টাকা গোননা মেশিন, ১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস উদ্ধার করা হয়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক ও প্রতারনা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।