শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ইতালি

  • আপডেট এর সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত হয়েছে

প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি। ভারত ও শ্রীলংকার মাটিতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পেয়েছে ইতালি। এই অঞ্চল থেকে সুযোগ পেয়েছে আরেক দেশ নেদারল্যান্ডস।

এই অঞ্চলে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল নেদারল্যান্ডস। সমানসংখ্যক ম্যাচে জয় ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের টিকিট পায় ইতালি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট ছিল জার্সিরও। কিন্তু জার্সির (০.৩০৬) চেয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইতালি (০.৬১২)।

ইউরোপিয়ান অঞ্চলের শেষ রাউন্ডের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও জার্সি এবং ইতালি নেদারল্যান্ডস।

স্কটল্যান্ডকে ১ উইকেটে হারায় জার্সি। ইতালির রান রেট টপকে যেতে বড় জয় দরকার ছিল জার্সির। বড় জয় না পাওয়ায় ইতালির রান রেট পেছনে ফেলতে পারেনি জার্সি।

দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হারে ইতালি। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে ইতালি। ১৩৫ রানের টার্গেট নেদারল্যান্ডস ১৪ ওভারে টপকে গেলে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হত ইতালির। শেষ পর্যন্ত ১৩৫ রানের টার্গেট ১৬.২ ওভারে গিয়ে স্পর্শ করে নেদারল্যান্ডস।

তবে জার্সির কাছে হেরে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে স্কটল্যান্ড। সর্বশেষ চার আসরেই খেলেছিল স্কটিশরা।

এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ১৫টি দেশ। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলংকা। এছাড়া গত বিশ্বকাপের সুপার এইটে উঠে আগামী আসরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ও  আয়ারল্যান্ড। বাছাই পর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ